গোটা শহরের আলো নিভিয়ে দাও
আমি নিকষ রাত্রিতে দুদণ্ড জোনাকি দেখতে চাই!
তোমাদের তারাবাতি আমার তাচ্ছিল্য লাগে,
একটা দীর্ঘ্য ঘুমের অতলে তলিয়ে জীবন থেকে মুক্তি চাই...!
আলো নিভিয়ে দাও.... আলো নিভিয়ে দাও....


মার্বেল গোলকে বিষাদের অশ্রু টলটলে-
না গড়িয়ে জমা ক্ষোভে ভস্মীভূত হলো, দেখলে না;
এই অগ্নিগর্ভে তোমাদের দাহ করবো
অরাজকতার ঝোপ থেকে বেরোও, না চাই মিছে সান্ত্বনা...!
দুদণ্ড কাঁদতে দাও.... আমাকে কাঁদতে দাও....


আমি চেতনা মিশিয়ে পেটপুরে খাব
নামের স্বাধীনতা আর স্বাধীন সত্তার চাটনি শুকাবো রোদে!
উৎপীড়নের সাতকাহনে বেশ মস্তি হবে;
বিজয়োৎসবে লঙ্কা কাণ্ডের রাবণ জ্বালাবো লাল রঙা বারুদে...!
আমাকে খেতে দাও.... খিদে পেয়েছে খেতে দাও.....


কপটতার মোড়কে পেয়ে তাবেদারি ইজারার
মায়ের বেনামি সম্পর্কে মামাদের পা চেটেপুটে সাবাড়!
তোমাদের ইতিহাস তুমরাই লিখ, বিজয়ীর প্রেক্ষিতে
তেলেসমাতিতে মজে পরিবার তন্ত্র, যেন আহাম্মকের কারবার!
বায়স্কোপ দেখার ছলে আগুন জ্বালাও... আগুন জ্বালাও....


জালিমের ডালিমে এত এত দানা রসে টসটসে
বর্গির পরে হানাদার হয়ে লেবাসে আজ আধুনিক সুশীলতা,
কত কায়দায় প্রবঞ্চনায় শোষণ কি থেমে আছে?
চোখের মণিতে সীলমোহর সদা জাতির ব্যর্থতা!
বাঙালি বলে ধিক্কার দাও.... এসো ধিক্কার দাও....


রাজপথের রাজনীতি রাজায় রাজায়
কোকের পেয়াদারা সমুচ্চারণে হেই-ও পিছে পিছে,
ষাটোর্ধ বৃদ্ধ আজও রিক্সা চালায়, এহেন ইনসাফ
উন্নতির মাদুলিতে পরিসংখ্যান, তাতে এলিটের গলদ আছে!
তামাশাভরা হাসি দাও.... এসো তালি দাও....


ক্ষমতার চেয়ার যে এক জাদুর গদি
সুলেমানের হাওয়াই আসন এহেন তুচ্ছই বটে!
কানার দলেরে হাতি দেখায় পরে শুনে বকের ভাষণ
এদিকে কাকের জন্ম রাণীর, তড়িৎ রাজ্যজুড়ে রটে!
ঝিঁঝি বলে কলম চালাও....তালগোলে কলম চাও....


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২৭/০৭/২০২৩