যেদিন বুঝে উঠবে, অভিযোগ করে বোকারা;
যেদিন 'কেনো'র উত্তর করতে পারবে নিজে;
সেদিন আর কষ্ট হবে না, গা সওয়া হবে সব
ফুলের আঁচড়ে আর দু'চোখ যাবে না ভিজে।
এখনের সাথে তখন মিলবে না হলফ করেই
আয়নার মুখ আর বাস্তব মুখে ঘটবে ব্যত্যয়,
একটুতেই যে জেদ পেয়ে বসে আকাশকুসুম
সেই জেদ সব কোথায় হারাবে সত্যয় সত্যয়!
বিবাগীনি তখন আনমনে ভেবে হিসেবনিকেশ
"কিশোরীর বেলা ছিল বুঝি সোনালী ইতিহাস,
এখন কত ঝায়-ঝামেলা পেয়ে সংসার জীবন
ছোট ছোট ইচ্ছার স্বত্বারা ছড়ায় দানবীয় ত্রাস।
এ মেয়েটা নিজের খেয়াল খুশির মালিক ছিল
নিয়মের সাথে অনিয়ম করায় ছিল সে সিদ্ধহস্ত,
এখন গোটা পরিবারটাই তার সামলানোর দায়
এও জানা কখন উঠেছে সূর্য, কখন যাবে অস্ত।"
সেদিন তোমাকে আমি ম্যাচিউর দেখবো সত্যি
গোলক পৃথিবীর কোনো পৃষ্ঠে রবো বেঁচে-মরে,
অধিকারের প্রশ্নে আমি হবো 'কেউ না' নিশ্চিত
ছায়াপথে কোনো নক্ষত্র গেছে ক্রমে সরে সরে।
তখন আকাশ দেখার অবকাশ হবে না একটু
নীল-কালো-ধূসর সে যেমনই হোক পরিশেষে,
ডানা মেলে উড়বে চড়ুই আর উচুতে গাঙচিল
গোধূলি ঊষায় তবু অস্তিত্ব থাকবে মিলেমিশে।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২১/১০/২০২৩ (ভোরে)