চোখের গোলক তার অদ্ভুতুরে কাণ্ড কীর্তি দেখে
আকাশ জুড়ে রঙ ছিটিয়ে কি জানি কি আঁকে,
বারবার বলি চঞ্চলমতি একটু জিড়িয়ে তো নেন
বাঁকা চোখে চায় ডানা ঝাপটায় কি যে হ্যানত্যান,
তার কথা সে শুনবে না বারণ মানবে না কাউকে
কেনো মানবে, কি করতে মানবে, সে হয় কার কে?
অমন মানিনী দ্বিতীয়টা কে দেখেছে দুনিয়ায় আর?
রাগলে যেনো পরে অগ্নিমূর্তি দেখতে আহা চমৎকার।
তাই অবোধ মত সাজা মানতে দাঁড়িয়ে রইলাম ঠাঁয়
সংগোপনে এসে পেছনে দাঁড়িয়ে পরখ করে আমায়,
এরপরে পেত্নীটা সামনে এলে দেখি কাছ থেকে খুব
চিবুকের তিলটা আমায় অসাড় বানালে হই নিশ্চুপ।
এক চিলতে হাসি হাসলো, রাখলো জমিনে দু পা
বুকের বামে হাত রাখলো তাতে এক অনাদি শীতলতা,
গলিত লাভার উচ্চতাপ নিমিষেই বরফ হতে থাকে
কাজল চোখে অশ্রু গড়ায় তবু আমি বুঝিনা তাকে!
জড়িয়ে ধরার চেষ্টা করি, শুধু পারি না অসাড়তায়
তবু দুই দুয়ারি টানাপোড়েনে মিশি আত্মায় আত্মায়।
সাধ্বী মুখটায় মায়ার দ্যুতি বড্ড সখের মায়াবতী
আগলে রেখো জানাই আর্জি ও আরশের অধিপতি।