মনে মনে হয়ে গেলাম দৈত্য আলাদিনের
পরে বুঝলাম চেরাগ-কুঠুরি বেজায় ছোট,
সুঁই থেকে ফাল স্বরূপে আবার মনে মনে
অলিগার্ড হয়ে কোম্পানি দিলাম টো টো।
সে কি আর জায়গা হয় না লিজ নিয়েও
তাই গোটালাম ব্যবসার পাঠটা অচিরেই,
মনে মনে হলাম প্রেসিডেন্ট পুতিন রাশার
এত এত শত্রুতে কুলানো না পরে ধৈর্যেই।
ব্যস মনে মনে মনের ঘোড়া ইতিউতি চায়
টেনে নিলাম নভোঃ ওড়না জোড়ের উপর,
বিজলী জ্বলসে পুড়াবে বলে ঘোমটা টেনে
মনে মনে আমিও মেয়ে পরিচয়ে অতঃপর।
এখন আমার দিব্যি চলে কিসের মনে মনে
মনের বাঘ হংকার দিয়ে দৌড়ায় সুন্দরবন,
নীতি আমার ভীতি তোমার হরিণের ছানা
চষে বেড়াই পা থেকে মগজ মনে হলে মন।



কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২৩-০১-২০২৪ (বিকেলে)