অসীম দূরত্বে তারাবাতি জ্বলে
মিটিমিটি যেন খুনসুটি দলে দলে,
কল্পনা মুশকিল কত মাঝের দূরত্ব
চোখের গোলকে দেখি আকাশ সমস্ত!
তারায় তারায় মেলা বসে আহা হুল্লোড়
পালকিতে সে আসবে ভেবে তোড়জোড়,
আকাশে তারার দল আর জমিনে জোনাক
দুই প্রান্তে ঘোমটা তুলে দুই দুটি চাঁদ।
চোখাচোখিতে খুব রেষারেষি দুইয়ে
জলোচ্ছ্বাস বাড়ে অভিযোগ ঢেউয়ে,
স্মিথ হাসি আমি লোভ পুষি মনে
রাশি রাশি ঝরে প্রেম আদুরে ক্ষণে,
দানাবাঁধে প্রতীক্ষা থিতু হয় প্রয়াস
বুক পকেটে রাখা এক চাঁদের নিঃশ্বাস,
সংগোপনে লালিত সে জানে না কেউ
বালু তীরে এসে জোটে সাগরের ঢেউ।
ঢেউয়ের পরে ঢেউ গুনে অপেক্ষা বাড়ে
প্রচণ্ড ইচ্ছে নিয়েও দেখি নাই তারে,
আসমানীরে বলি তোমার সখি কই?
"জ্যোৎস্না বিছিয়ে তার জমিনে টই টই,
নাজুক বড় চপল মনা তাই খালি রেখো বুক
খুব উল্লাসে নিজেই আসবে লুকাতে চাঁদমুখ। "


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ২৫/০২/২০২৩ ( রাত এগারোটায়)