আমি আমার দৃষ্টি উর্ধ্বাকাশে রেখেছি
অবলোকন করেছি খুব মনোযোগ দিয়ে,
রাতের আকাশের তারা সব আত্মা নাকি-
উঠে গেছে সুদূরে জীবন প্রদীপ নিভিয়ে।
নানুর মুখের এসব গল্পে আশাহত হতাম
বৃথায় সান্ত্বনা খুঁজতে তাই আকাশ দেখা,
দেখতে দেখতে কবে যে প্রেমে পড়ে গেছি
নীল কালোয় মিলেমিশে হেসে একা একা।
আমি আজো আকাশ দেখি সচ্ছ প্রতিরূপ
কত কথা অভিযোগ আলপিনে গেঁথে রাখি,
মেঘেরা আমার বার্তাবাহক বেজায় চঞ্চল
মাঝে মাঝে ডেকে আনে ঝড় কালবৈশাখী।
বিজলির চমকিত খামে ভরে আলো আসে
আমি প্রগাঢ় উন্মাদনায় গর্জনে পাতি কান,
এই বুঝি অবশেষে খবর পাঠালো মৃত্যুর দূত
বক্ষছাতির কারাগার থেকে মুক্তি পাবে প্রাণ।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০৪-০৩-২০২৪ (সকালে)