জটিল ধাঁধার তোপে খাবি খেয়ে আছি
উত্তর সে অজানা- চোখে খেলে কানামাছি।
ধরি ধরি স্বপ্নে ঘুমের কমতিতে অস্পষ্ট তাই
চিরায়ত সংগ্রামের পরে আঁতকে উঠে যাই।
বিবর্ণমুখে দৃশ্যমান হয় যত ক্লান্তির ছাপ
কুয়াশা জড়ায় নিস্তব্ধতা কেড়ে নিতে উত্তাপ;
এবার নাহয় মুলতবি হোক ফুরসত বুঝে
বড়ো শুন্য থাকি আমার আত্মাটার খুঁজে।
মানিনী হয়ে আর কত কাল চালাবে অত্যাচার-
দহন বুকের থামার বদলে হই অশ্রুতে ছারখার।
যাদুকরী এসে শীতল করো, বুকে রাখো হাত
একাকী সঙ্গিন পথে কাটে না ভয়াল এ রাত।


আমার আকাশে চাঁদ হও এসে
ভোর হও আলোর বিলিতে একটু হেসে।
আসবে তো?


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০৫/০১/২০২৪ (রাতে)