চাইছি খুব-
এই পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্যের দেয়াল টপকে,
জীবনী রচনায় প্রাপ্তির হিসেবের বাইরে-
আমি পুরুষ মানুষ হয়ে আর কয়েকটা দিন বাঁচতে।।
সমাজে প্রচলিত নীতি গল্পের যত উৎকর্ষা
দায় এড়ানোর বাহানায় বুকের চাপা কষ্ট
টগবগিয়ে বের হয়ে আসে এই বুঝি সব…!
আর পারছি না, এবার নিস্তার দাও চিৎকার করতে।।
সরজমিন বিষাদ দাঙ্গায় আমি ক্লান্ত আজ
মুখরোচক কথা মুখেই রাখো; না বললে আর,
আমি তো প্রলয়ের সুরের পিছু ছুটেছি কেবল
ভ্রান্ত ইদুরের দৌড় ঠিক হ্যামিলনের বাঁশিতে।।
নতুন দিন পুরোনো হয়, উল্টায় ক্যালেন্ডারের পাতা
খর্বকায় শরীরের যত্ন তাও আবার মফস্বলে?
আর না হলো চোখাচোখি আর না হলো প্রেম
কত সাধের লালিত বাসনা হাত ধরে হাঁটবো গলিতে।
সেগুলো সবই নিছক ভ্রান্তিবিলাস, মরিচীকাই হবে
আমিও বড্ড তৃষ্ণায় উড়িয়েছি সময়ের বালি
সে সব শুধু উড়েই গেছে ফিরে আসেনি আর
ক্যাকটাস মত অস্তিত্বের জানানে বেঁচে আছি যুদ্ধ করতে।
চাইছি খুব!
আমাকে অস্ত্র দাও আমি যুদ্ধেই করবো৷


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ০৮/১১/২০২১