অসুবিধে হয় বুঝি-
এই রোজ রোজ এনামে ওনামে ডাকি তাতে?
দুনিয়া তো কাঠগোলাপের পিছে পরে গেছে
তাই কুড়ানো বকুলের মালা পড়নি খোঁপাটাতে?
হ্যাঁ হয়তো আবেগি সুরে চাঁদে মিলাই না
আমার কুঁড়ে ঘরে প্রদীপ তুমি সোনালী আলোর,
উপমার দলে ঠুনকো শোনায় এতেই অভিমান
নাকি থাকো বিচলিত ভাবনায় ত্বকটা কালোর?
তুমি কালোই হও, এক অনাদি কালো
আমি অপরিমেয় তৃষ্ণায় সেই কালোর নিগূঢ়ে ডুবতে চাই,
শুধু অভিমান করো না, আমি বড্ড বেচেইন থাকি
শাড়ির আঁচলে পেঁচিয়ো নিয়ে হাসিমুখের রোশনাই।
আমি উজবুক তো, তাই একটু সামলে নিও -
কাজলের চোখে কয়েদি করে দিও সাজা যাবজ্জীবন,
খুব অসুবিধে হয় নিজের খেয়াল নিতে-
হতে তিলোত্তমা আমার, প্রার্থনায় স্রষ্টার উপঢৌকন?
দিন যাপনের যাত্রা টুকু কোথায় কোথায় কাটে
তোমার কোলই রাত্রির মাঝে প্রশান্তির ঠিকনা,
ছুটে চলা জীবনে পিছু নিও পদ ছাপ দেখে দেখে
"আমার মানুষ" অধিকারে দিও ব্যর্থতায় স্বান্তনা।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০২/১০/২০২৩ (রাত তিন'টে)