তুমি কি চাও, তুমি নিজে জানো তো;
জানা হলে কেনো খোঁচাও পুরোনো ক্ষত?
ফিন দিয়ে রক্ত ঝরেনা অন্তরের ব্যাথায়
তাই এসে আঘাত দিবে যখন মনে চায়?
বলেছি তো হারবো আমি হলে সূর্য উদয়
শর্ত ছিলো একই কৌশলে বারবার নয়।
তারপরও তুমি উদাসীনি পরিচয় দিতে
সময় কাটে না জেনেও এক মাঘের শীতে।
আমার বুকের কাঁপন তবু চায়নি উঞ্চতা
বিবাগী ফিরেছে অনুভূতি, খুঁজেছে আত্মা।
তুমি তো আত্মা আমার দোয়ার দরখাস্তে
কথার বিষের নীল গিলিয়েছ আস্তে আস্তে।
তবে যে দখল আবার হাত বাড়াও আকাশে-
ঘুড়ি আমি, তুমি নাটাই হলে উড়বো বাতাসে।
যদি দাবি-ই না রাখো বুঝে নিতে অধিকার
ছিঁড়ে দিও সুঁতো আমি করবো না চিৎকার।


মরে যেতে বলো? তাই যাব যাও
হাসিমুখে একবার বলো কি চাও....!


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১৭-০২-২০২৪ (দুপুরে)