তুমি আমাকে ভালোবাসতে বোলো না,
সওদার বাজারে এই ভালোবাসা কিমতিমান নয়।
দাঁড়কাকের মত বুদ্ধি খাটিয়ে তৃষ্ণা নিবারণই বেশ
চাতক হইয়ো না, যে তৃষ্ণা নিয়ে দেখে মেঘের অভিনয়।
জনাকীর্ণতায় ব্যস্ত সময় আর আমুদে হুল্লোড়,
স্বপ্ন ডানায় প্রাণের ছটায় উড়ে যাও; উড়ে যাও!
নির্জন দ্বীপের মোহনায় ভেসে উঠা নারকেল বিজ
যে জানে না জীবনের অংশে নিজের উদ্দেশ্যটাও।।
কার এত দায় সাগর সাঁতরে খুঁজে নিবে দ্বীপ-
পরম তৃপ্তির ঢেঁকুরে তবেই না ডাবের পানি?
হাত বাড়ালেই যেখানে চাওয়ার সব কিছু মেলে
কেনই বা ছুটতে হবে পেয়ে অজানার হাতছানি।
সহজ কিছু যখন জটিল হতে থাকে অনবরত
কেনোই পর্যাপ্ততা ছেড়ে বিলাসিতা অপ্রতুলতার?
আগুন জানে নিঃসঙ্গতা হয় কতটা নির্মম মত
বন্ধু হয়ে যে এসছে কাছে, জ্বলে হয়েছে অঙ্গার।
তুমি আমাকে ভালোবাসতে বোলো না
তুমিও আমাকে ভালোবেসো না।।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ 8/07/2022 (রাত্রে)