একা লাগছে ভীষণ -
চারপাশে কোলাহল তবুও যেন লুকিয়ে কোথাও একরাশ নিরবতা,
নিরবচ্ছিন্ন ভাবে আলো ঢুকে না ঘরটায়;
বন্ধ দরজার ওপাশে একটা নিথর শরীর তাড়াচ্ছে জড়তা।।
কখন আলোক রশ্মি এসে পরে কখন হারায় হিসেব নেই
মাকড়সার জালে জড়িয়ে জীবন নেতিয়ে গেছে,
প্রেম সোহাগি স্পর্শ? সে তো দূর কল্পনাতীত!
চোখের মণি সে গোল গোল ঘুরে যাবজ্জীবন কারাদণ্ড মেনেছে।
বিচলিত তোয়াক্কা নিয়ে ভ্রু কুঁচকাই
ভাবনার স্মারকে ব্যাঘাত ঘটায় টিকটিকির টিক টিক,
হাতে ছিঁড়ে মাথার চুল বিরক্তি শেষে বসেই পড়ি
আলোর উৎসে আত্মহত্যা করি যেন এক পতঙ্গ ঠিক।
বড় করে দম নিয়ে ছোট্ট দীর্ঘশ্বাস ছেড়ে
পেছনের পিছুটানে দাঁড়কাক মত ভাবি অনিশ্চয়তা সামনের
কুয়াশা মিলিয়ে ঘাসের ডগায় যেন হীরের স্ফটিক!
এক গাল হেসে উঠি, দেখি নতুন সূর্যোদয় নতুন দিনের।


কলমেঃ রনি পারভেজ  (#JD)
সময়কালঃ ৩১/১২/২০২২ (ভোরে)