যা হওয়ার হয়ে গেছে, ভেঙে গেছে গ্লাস
তাই বলে না মরা যাবে পানি পিপাসায়!
কালে কালে অনেক বিপর্যয় দেখতে হবে
চারপাশের ঘন অন্ধকারে হয়ে নিরুপায়।


পরিস্থিতির পরীক্ষা হবে বিবেক-ধৈর্যের -
অধৈর্য হলে মাথায় ভেঙে পড়বে আকাশ।
অনাগত ভবিষ্যতে লাগবে শুধু পরিবর্তন
নিজ অবস্থান ব্যাখ্যায় না করে হাহুতাশ।


দুর্বলের পাশে কেউ থাকে না বাস্তবতায়
রক্তের সম্পর্কও ফিকে হয় স্বার্থের ভাগে,
কত মানুষের কত কথা হাটের ভাঙা হাড়ি
সব পাশ কাটিয়ে নিজেকে চেনো আগে।


কৃতকর্মের ফল প্রাপ্তিতে আজ দৃশ্যমান
সুযোগ সুবিধার অপচয় জীবনের ভুল;
হেরে যাওয়াও স্বাভাবিক জেতার চেষ্টায়
হার মেনে হেরে গেলে তা বোকার মাসুল।


যেই নিয়মে জীবনের আজ এমন দুর্দশা
সন্দেহ নেই কৌশল যা সব পাল্টাতে হবে,
আস্থার ফাটল ভরাট করাটা বেশ শক্তই
ভয়ে পিছিয়ে গেলে তুমি চূড়ান্ত ব্যর্থ তবে।


বাচঁতে পারে না মাথা উচু করে ব্যর্থ যারা
আজীবন-ই থাকতে হয় কারোর অধীনস্থ;
স্বকীয়তার স্বাধীনতা, সখ-আহ্লাদ যা কিছু
পায়কারি পণ্যের মত নিলামে লুটায় সমস্ত।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২৮/১১/২০২৩ (সকালে)