নীল খামে ভরে আজ আলোড়ন পাঠালাম
সাথে বিস্মৃত কিছু ক্ষণ পাঠালাম অতীতের;
প্রেরকের নাম তুমি ভেবে খুঁজে নিও না হয়
হবে বেনামি বইয়ের অধ্যায় এক জীবনের।
বিগলিত প্রেমের বরফ জমে বুকে সমুদ্দুর
আগ্নেয়গিরির তাপে কিছুটা বাষ্পও হয়!
সূর্য উঠে-নামে ঘড়ির নিয়মিত টিকটিক
তুমি শূন্য জাগরণীরা দেখে কত বিপর্যয়।
তবু অনুভবে বেঁচে আছে সেই কল্পনার চুম্বন
স্থির হয়ে যাওয়া চোখের মণিতে অশ্রুপাত,
বুকের ভেতরে এভাবেই থেকো অনাদিকাল
বাহির বিশ্বের স্বার্থান্বেষী সব ঘটায় সংঘাত।
চাঁদের আলোতে ভাগ বসাতে সবাই রাজি
অপর পৃষ্ঠের অন্ধকার কেউ নিতে চায় না,
তেমন নিশুতিতেই তোমাকে পেয়েছিলাম
হৃদয়ের নকশায় গুপ্তধনের স্বরূপ আয়না।
আমি তোমাকে দেখি তুমি আমাকে দ্যাখো
আমি শরীরী উপস্থিত তুমি আবছায়া হয়ে,
কত আলোকবর্ষ দূরে ঐ ডাকপিয়ন ছুটে
লিখি না চিঠি পড়বে- পড়বে না'র সংশয়ে।
শেষে লিখলামই আজ আমার লক্ষ্মীটাকে
ভালোবাসি কতটা জানানোর শব্দ নেই-
আমি অধীর আগ্রহে সুদিনের পথ চেয়ে বসে
দুর্দিনে একা লড়ছি তোমাকে বুকে জড়াতেই।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২৩-১২-২০২৩ (সকালে)