এভাবে সবটাই পড়ে রবে
নিদারুণ নিরাগ্রহ তোমার; এসে যত্ন নিলে নিও।
শূন্য বুকের অনুভূতি যা সব পাহাড় হয়ে গেলে
অশ্রুপাতের বৃষ্টিতে না হয় নিজের করে ভিজিও।


আমার তখন সাধ্যি হবে না পাথর হয়ে থাকার
নরম কাঁদা থেঁতলে দু'হাতে বানিয়ে নিও যা সখ,
রোদে শুকাবে কি আগুনে পুড়াবে ইচ্ছা তোমার
শোকেসে রেখেই না হয় করলে সোহাগে পরখ।


পুতুল বিয়ের ইতিকথা সব পুরনো মনে হলে
না ঝরিও চোখের জল আর অবাঞ্ছিত ভেবে,
জীবন জুয়ায় বাজি হেরে হেরে আমি ফতুর হলে
প্রাচুর্য যার জিতে গিয়ে এক প্রাসাদ বানিয়ে দিবে।


প্রাসাদের নীতি নিরেট বড়ো খোলা আকাশের চেয়ে
তাই অস্থিরতা ভুলে একটু চেষ্টা রেখো খাবি খেতে,
খাঁচার পাখির শুভা দেয় না করে খড়কুটোর যোগান
উড়ার ইচ্ছাতে স্বয়ং কর্তা বিরক্তিতে আসবে তেঁতে।


যদি বিতাড়িত হও অমাবস্যার রাতে, জড়িয়ে ধরবো
একা ছাড়বো না যদি পিঠ ঠেকানোর দেয়াল না পাও,
গোলকধাঁধার জীবনে অনিশ্চিত অনেক কিছু আছে
তবু নিশ্চিত থেকো পতিত ভূমি আমৃত্যু হবে না উধাও।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২৯-১২-২০২৩ (সকালে)