কি ক্লান্ত পরিশ্রান্ত লাগছে না?
যেন মনে হচ্ছে তুলসীর মূলে জল ঢেলেছ শুধু অকারণ,
যেন মনে হচ্ছে দুনিয়ায় তোমার একআনার গুরুত্ব নেই,
দুধকলার বরণডালায় কালসাপকে করতে দৈনিক বরণ।


মনের উপর ভার চাপিয়ো না,
অবসাদ আঁকড়ে নিঃস্ব ভেবো না মেনে নিয়ে ছলচাতুরী,
ছোটাছুটি না করে একটু দাঁড়িয়ে যাও, যা চলছে চলুক,
একাই ছেড়ে যাবে সময় সময়ে সে হাজার অদরকারী।


নিজের দোষে হাপিত্যেশ না,
বলি ভুল না করলে শিখবে কখন জীবনী জ্ঞানের প্রতীক,
আগে নিজেকে ভালোবাসো, বেখেয়ালি হয়ে একাই হাসো
ঝেড়ে ফেলে দাও দুশ্চিন্তার রসদ লোকের কথার বাতিক।


মায়ার জগতে কেউ কারো না,
রূপ জৌলুস সম্পদের বরাই মরা গাছের মতই দাঁড়িয়ে রয়,
দমকা হাওয়ায় ডাল খসে যায় পরে উইপোকা খায় গুঁড়ি,
সময় স্রোতের যাত্রাপথে দেখে যাও কার কি অভিনয়।


না নিজের সাথে কিচ্ছুটি না,
তুমি তোমাকে কোথায় দেখবে সেটাই প্রাধান্য দিও,
সমর্থন লাগে না একাই সতন্ত্র হয়ে যাও মাকামে পৌঁছাতে,
লাজের অধিপতির সামনে তখন নিজেকে গুটিয়ে নিও।


এই না অপেক্ষার হাত আর কেউ ধরবে না,
যে অপেক্ষার সাধ বুঝে না তার কাছে সমর্পণ কিসের?
যেটা ভালোবাসার হলে হোক নিরাকার, ভালো তো বাসে,
হাত ধরে ভাঙাতে ভয় ঘুরতে নিয়ে যায় শহর ত্রাসের।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ২২/০৮/২০২২