" আজকে নীল শাড়ি!!
এতযে বারণ আমার একটুও করেন না তোয়াক্কা?
নীল- কালো রঙ দুটো নিয়ে না করলেই নয় বাড়াবাড়ি?
আমাকে খুন করার ফন্দি আঁটেন মনে মনে পাক্কা! "


মুখে ভেঙ্গচি কেটে সে শাড়ির আঁচলে হাওয়া দেয় এক হাতে ; অন্যটাতে কালো কাঁচের চুড়ি যেনো চক্রব্যূহের মতন। আমি বেসামাল থ হয়েই আছি, চেতন ফেরে তার আওয়াজে -


" এই যে? কি কোথায়?
এত সহজে খুন হলে হবে?
এ রঙ আমার ও রঙ আমার
নিয়ে যান- না করলো কে কবে?
আচ্ছা বাদ দেন না হয়
আগে বলেন ঠিক আছে না সব?
কাজল দিইনি মনের ভুলে
মেহেদি পড়েছি তবে যতটা সম্ভব। "


" কমতি তো আছে বিলকুল! "
" কাজল ই তো আর কোথায়? "
" খোঁপা খালি এখনো গুঁজে দিই ফুল? "
" ঠিক আছে তবে খোঁপা খুইলেন না অন্যথায়! "


পরে ভাবি ফুল কোথা পাই বিষম মুশকিল। দুই দুয়ারে দাঁড়িয়ে দুজনে বাস্তব দুনিয়ায়। চিন্তিত দেখেই তার আবার প্রশ্ন;
" কি হলো? ফুলের কথা বলে ভুল করেছেন না?
কিসের ভুল হয়েছে, ভুল হয়নি তো, ফুল আছে,
আপনার অনুভূতির রঙ গায়ে জড়াই সেটা দেখেন না
উল্টো দামী ফুল রেখে দিয়ে ছুটেন কাঠগোলাপের পাছে! "


সেদিনও তার নালিশি চোখ কত কথা বলেছিল। আমি সেদিন চেয়েই ছিলাম নিজের ভেতরে আঁটকে থাকা কারাগার বাসিন্দা মত।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ০৩/১১/২০২২ ( দুপুর এক টা)