" লোহার ওজন যত বেশিই হোক
সোনার কাছে সে মূল্যহীন ধাতব
তোমার এটা বুঝা উচিৎ
শুধু ভালোবাসায় জীবন হয়না বাস্তব।
অনুযোগ শেষে অভিযোগ হবে
সময়ে অসময়ে বাড়বে ব্যবচ্ছেদ,
তুমি জানোই না বদলের দোল
মনের মানুষ তাকে করাও যায় উচ্ছেদ। "


" কথা শুধু আপনিই জানেন?
ঘর নির্মাণে লোহাই কাজের, স্বর্ণ নাতো!
শুধু ভালোবাসা কেনো? রাগও দেখাবেন
আমারও অভিমান ভাঙ্গাবেন হবে যত।
মনের মানুষ কতই না হয়
আমি অধিকারের নিশ্চয়তা পাবো?
সময় বদলায় তাই সাত দিন সাত নামে;
শাড়ির আঁচলের মত সামলে নিবো "


দুই দুয়ারি মনোভাব পোষণে দুজনের জুড়ি নেই একদম। একে অপরের চোখে চাই যেন অনন্ত মায়া। পরক্ষণেই দৃষ্টি দুজনের বিচ্ছুরিত দিক ঠিক ভুলে।


" অধিকার?
যোগ্যতার মূল্যায়নে আমি নেই দ্বারে কাছে
তুমি কেনো আমার বুকে মাথা রাখতে চাও?
ভাসা পানার অবস্থান বলতে বলো কি আছে? "


" নিজেই বলেন শান্তি প্রশান্তি এক না
আমার ক্ষেত্রেই আপনার উদ্ভট কথা,
এত কিছু বুঝেন আমাকে বুঝেন না
আসলেই.... ধ্যাৎ! একটা অযথা! "


" আমি অযথাও আগাছাও
যে নিজে ঘুমায় না সে স্বপ্ন দেখাতে পারে?"
" চুপ! একদম চুপ!
মুখের জিওগ্রাফি পাল্টে দিবো ঘুষি মেরে! "


তিলোত্তমার শাসনে শাসিত হতে হতে আমিও ভুলে যাই আসলে করণীয় কি। তবে পুরুষ বলেই দায়িত্ব বুঝি; বুঝি তার অযত্ন হবে। সে ছাড়বে না আর আমি ধরবো না এতেই এত অন্তর দহন।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ  ০৮/১১/২০২২ সন্ধ্যায়