" এই যে শুনছেন? আপনাকেই বলছি
বলি অত দেমাগ কিসের বলেন তো, আমাকে মানুষ মনে হয় না?
কি থেকে কি বলে দেন বড্ড আঘাত পাই আমি;
আমি বলেই সহ্য করি সব, অন্য কেউ আর সইতো না! "


[মনে মনেই;]
কথার প্রহারে মুখ ম্লান হয়ে গেছে,
ভারিক্কি মত ও মুখে তাকানো যায় না,
আমি বিবশ মত সন্তর্পণে দেখি
মুখ ফিরিয়ে তখনো যেন আর মুখ দেখাতে চায় না।


বলে উঠি,
"বুকের বামে খুব পরশ লাগে
নীল আকাশে দেখতে সাদা মেঘেদের ডানা
আমি ছুটবো না? নিবো না পিছু তাই হয় নাকি?
তারপরও ম্লান মুখে কালচে রয়েছে ঈশান কোণা! "


" বাসন্তীরে ক্ষেপান কেন ; আসুক ঝড় কালবৈশাখী
এসে নাড়িয়ে যাক সাধের ঘর করে দিক ধূলিসাৎ! "
" হ্যাঁ আসুক, তেড়েফুঁড়ে যত শক্তি আছে নিয়ে
ঘড়ের সাথে আমায় মারতে মাথায় পড়ুক বজ্রপাত! "


ঝড় আসেনি আর। তবে অশ্রুপাতের জলোচ্ছ্বাস হয়েছিল। জাপ্টে থেকে ভিজিয়েছিল গায়ের বসন। ফিনকি দিয়ে ভাঙ্গা ভাঙ্গা সুরের কথা;


"আমি তা বলিনি.......
আর কোনো দিন বলবেন নাহ "


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ০৫/০৩/২০২২ রাত ১০ঃ৪৪