" ভালোবাসা?
আমার কাছে তা সোনার হরিণ;
কথিত লোকগল্পে থাকলেও যার বাস্তবতায় অস্তিত্ব নেই!
আজকে সেই অস্তিত্বহীন রূপকথার গল্প বলবো,
কথা বলবো মুকুটহীন সম্রাটের সাম্রাজ্য নিয়ে। "


" রাখুন তো সাম্রাজ্যবাদী সৈন্য পেয়াদার গল্প
অনেক ম্যানেজ  করে এসছি, সময়ও আছে অল্প।
অতশত বুঝিয়ে হবেটা কি, তাই কিছু বুঝার নাই
আমার ব্যস কয়েকটা প্রশ্নের উত্তর চাই-ই-চাই.....। "


নতদৃষ্টি চোখের, উদ্যত মেজাজ সবটা অভিমানের আর অভিযোগের যা তুলতুলে গালের পেশিতে সংকোচন সৃষ্টি করছিলো। অপ্রস্তুত হয়েও তাকে সায় দিলাম প্রশ্ন করতে।


" আমাকে পছন্দ না? "
" না। "
" এদিকে তাকিয়ে বলেন, ভালোবাসেন না? "
" না। "
কিছুক্ষণ সময় নিলো, তখন চোখের মণিতে ব্যস্ততা নেই! অনাগ্রহী সুরেই অস্পষ্টতা নিয়ে আবার প্রশ্ন;
" তাহলে করেন অবজ্ঞা ঘৃণা ? "
" না। "
সাথে সাথেই যেন কোবরা সাপের ফোঁস করে ওঠা!  রীতিমত বিব্রত বিরক্ত  'না '  শুনতে শুনতে। তাই একটু চেঁচিয়েই,
" আমি হই টা কে?
কি ভাবেন কি আমাকে?
আমার অনুভূতি তুচ্ছতাচ্ছিল্যে একদম সস্তা?
তাহলে এই নীল চুড়ি-শাড়ি-কাজল, কেনো হেঁটেছি রাস্তা? "


" একটা ননির পুতুল,
শান্তি হলেও আমার অশান্তি বিলকুল,
আমার ষোল আনায় বিকবে না তো অনুভূতি আছে যা,
পদশব্দে বসন্তের ফুল ফুটেছে, শিশির সিক্ত হয়েছে পা! "


" কেঁদে দিব কিন্তু! "
" সুনামিতে ভেসে যাক সাম্রাজ্যের সীমান্ত।"
" আমাকে তাজ করে মাথায় তুলে নেন। "
" কপালের লেখাতে যদি সে ছাড়পত্র দেন। "
" দিবেন তো? "


সেদিনও মাথা নত করে ছিলাম, আমার যে আর দেবার মত উত্তর ছিল না। যাঁর আর্জি তাঁর মর্জি ছুঁয়ে দেখেনি তাই সোনার হরিণ।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ০৮/০২/২০২৩