'' আনমনে বৃষ্টি ঝরছে সেই কখন থেকে
মনের কোণেও বিষাদ মেঘ ভারী হয়ে আসে;
চোখ কি আর বারণ শোনে, কেঁদেই তো দেয়
ঠুনকো অবহেলায় হারানোর ত্রাসে!
বুঝি আমাকে ভুলেই গেছো?
দিব্যি ডুবে গেছো সময়ের ব্যস্ততায়!
আমার চোখের কাজল ধুয়ে গেলো
যাক ধুয়ে তাতে তোমার কি এসে যায়!
তুমি তো একা চলে গেলে, হ্যাঁ চলেই গেলে
নিশিত রাতের বিবাগীনি পোহায় যন্ত্রণা,
ভুল ছিল নাহয় স্বেচ্ছাচারীর অভ্যাসে
এতই পাষণ্ড তুমি আমায় ক্ষমা আর করলে না? "


দেয়ালের এক পাশে তিলোত্তমার অভিযোগ প্রকাণ্ড হতে থাকে জট বাঁধা হিজল গাছের মত। প্রতিচ্ছবি দেখানো বুকের আয়নাতে সন্দেহের ঢিল মেরে চূর্ণবিচূর্ণ করেছে যেখানে আয়না ছিল নিরপরাধ.....!
দেয়ালের অন্যপাশে;


"শক্তমত বারণ যে তার একটুখানি ভাবতে
শিরায় শিরায় দাপিয়ে বেড়ায় চায় না শান্ত থাকতে,
অধিকারের চাবি আঁচলে বাঁধা তবু সন্দিহান
দমকা হাওয়ায় আবেগ মিশে অশ্রুতে অভিমান!
বৃষ্টি এসে রক্ত ধুলেও তাজা করে ক্ষত
ভাঙ্গা আয়নায় বুক কেটেছে সে দেখে নাই অত,
কথার তীরে ভুলের ভীড়ে আকস্মিক স্বেচ্ছাচারী
এফোঁড়ওফোঁড় অনুভূতি প্রকাশে কি আর ভাবতে পারি?
তাড়িয়ে দিলে কি করে থাকি আহতাবস্থায়
বৃষ্টির দাগে পদছাপ আছে খুঁজে নিও যদি মনে চায়।
তোমার চোখে নিষ্ঠুর আমি হতে পারি বর্বর
হারায় নাই সে খুন হয়েছে কথার জাদুকর। "


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২৮/০৬/২০২৩