আমাকে মুক্তি দেয়া হলো;
বিনিময়ে হাসতে বারণ আমৃত্যু পর্যন্ত!
নিষ্পলক চোখে চার দেয়াল দেখে
আমি জানতে চাইলাম, "এমনটা কেনো?
যদি মুক্তই হই, তাহলে এই অন্ধকার-
আমাকে এভাবে জড়িয়ে রাখবে কেনো?"
আমাকে প্রতিত্তোর করা হলো,
" বাতিঘরের মতোই দিক দিশারী হয়ে
পথভ্রষ্ট পাঞ্জেরিকে পথ দেখাতে হবে।
তুমি যা দুর্ভাগ্য ভাবছো তাই তোমার বন্ধু,
এ বন্ধুত্ব নিঃসঙ্গতার আঁধারে আলো দেবে।"
পৃথিবী নবজাতকের অস্তিত্বের জানান দিল।


০১-০৩-২০২৪ (বিকেলে)