আমি হয়তো প্রেমিক হওয়ার দাবি করিনি
চাইনি প্রগাঢ়তা নিয়ে প্রেমের অধিকারটাই,
অপ্রকাশিত অনুভবের রোজই মৃত্যু হতো
গড়পড়তা আগ্রহে পেয়েছি অবহেলা তাই।


হৃদপিণ্ডটাও কারণ ছাড়া ঘাবড়ে যেত খুব
সাহসই হতো না মনোযোগে দেখতে মুখটা,
কাজলের চোখ দু'টোর কড়া শাসনের তীর
কি করে বাঁচে এত নালিশে পাগল লোকটা!


চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঐ চিবুকের তিল
খেই হারানো মুহূর্তেরাও জানে সে তিলোত্তমা,
মান অভিমানে সমস্ততে প্রভাব নিঃসংকোচে
বেমানান শোনায় না দিলে 'মহারাণী'র উপমা।


যতদিন গড়ালো মোহ মায়ায় লেপ্টে না গিয়ে
যে যার লক্ষ্যে অবিচল মেনে দূরত্ব কক্ষপথে,
দপ করে জ্বলা সূর্যের মতই আলোর বিলিতে
দায়িত্ব নিই চাঁদরে হাসানোর বিধির বিবৃতিতে।


তাই যদি কথিত প্রেমিক না হই কি এসে যায়
আমি চাই স্রষ্টার কাছে উঁনাতেই করি তদবির,
আওয়াজ করলে কম বেশি তো সবাই শুনে
অপ্রকাশিত রাখার প্রচেষ্টাতে চলে বিরবির।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১১-০৯-২০২৩ (ভোর বেলায়)