সে আমার অলিক মানুষ
বুকের কাছেই থাকে,
মিহি বাতাসের শব্দে মিশে
তাই খুঁজে পাইনা তাকে।
ইতিউতি ফিরি হন্যে মত
কোথাও নাই নিশানা,
অশরীরী হয়ে জড়িয়ে রাখে
যেনো ভ্রমের কল্পনা।
কিছুটা রাগ হয়
বিরক্তিও পুষি মনে,
ধুর ছাই বলে ছিঁড়ে ফেলি
লিখা কবিতা ততক্ষণে।
জেদ আওড়ে বলি
লিখবো না আর,
জেদি মূসার মতোই
আল্লাহ দেখার।
উল্টো তার তীক্ষ্ণ চাওয়ায়
মোম হয়ে গলে যাই,
জ্যোতির নামে যদি আসে
জ্বালাতে ডাইরিটাই!


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২৫-০১-২০২৪ (বিকেলে)