হ্যাঁ, আমাকে অপরিচিত ভাবাই যায় -
দৃষ্টি সীমানার বাহিরে থাকা দূরের কেউ।
কাছের মানুষ হলে পরে স্মৃতির পাতায়
চেনা চেনাই লাগে পাশ কাটানো সত্যেও।


যদিও রগরগে স্মৃতি নেই বাঁধিয়ে রাখার
দায়িত্ব নেই খোঁজ নেয়ার আছিটা কেমন,
খুব সাধারণ মনেই ফিরে তাকালে আবার
কি বা প্রাপ্তির নাম- না হলে একান্ত আপন?


'কেউ না' মানুষের অধিকার হয় না তো-
আর অনধিকার চর্চা এক বড়ো অন্যায়!
সহজ শর্তেই নিলামে উঠে জীবন কতো
নদী ভালোবাসে ভিটামাটি ভাসায় বন্যায়।


আমিও তেমন নিরেট ভাবে ভালোবেসেছি
প্রত্যুত্তরে হেসেছে নীল আকাশের মেঘদল।
আঁধার রাতের নিস্তব্ধতা ঘিরে চাঁদ খুঁজেছি
অমাবস্যায় ফিরেছি শূন্য হাতে হয়ে বিহ্বল।


আমাকে অপরিচিত ভাবা যায় সত্যি সত্যি
প্রকৃত অর্থে অনুভূতির মূল্য নেই শহর জুড়ে।
রেখে দাও- থেকে যাও মর্মে বনিবনায় দুর্গতি
আমি পুরোনো রবো নতুন বছর আসলে ঘুরে।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০১-০১-২০২৪ (নতুন দিনে)