আমি তোমাকে অর্জন করতে চেয়েছি
আমার! আমার! বলে গর্জন করতে চেয়েছি বিজয়োল্লাসে,
পৃথিবী আমাকে সেই শুরু থেকে লাগাতার হারালো
হারতে হারতে মেনে পরাজয় গ্লানি ছুটেছি মুক্তির তালাশে।


বড্ডো ভয় হয় এখন জানো তো
অধিকারের দাবী করে যদি আবার হেরে যাই!
তাছাড়া বিধ্বস্ত মানুষের কি-ই আছে কদর বলো -
আশ্রয় চাইলাম অমনি পেতে দিলে তোমার কোল টাই!


হৃদয়ের গহীন ভিতরে আওয়াজ হয়
কি একটা যেন নেই নেই গোটা আকাশ অন্ধকার,
তিলোত্তমা'র চাঁদমুখ যদি আলো বিলায় ভিন্ন আকাশে
তাই যেচে গিয়ে শুধু কষ্ট পাওয়ার কি আছে দরকার?


যদি শূন্যকে পরিপূর্ণ করার ইচ্ছেই না হলো
নিরেট ভালোবাসার মায়াজাল অবান্তর-ই বটে,
মনের কোণে পড়ে থাকতে নয় আমি পুরোটাই চাই
ভাগবাটোয়ারার দ্বিধা নিয়ে থেকো না আর উভয় সঙ্কটে।


যা বলার ছিলো সব বলেছি
কিছু রয়ে গেলে জিজ্ঞেস করে নিও,
যদি আমাকেই চাও, জানোই তো কে সখের মানুষ
আর না চাইলে এক অপরিচিত বলে রটিয়ে দিও।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১২/১০/২০২৩ (সকালে)