তুমি বলেছিলে সাগর জলে ডুবে মরতে
হায় কপাল দ্যাখো! আমি তোমার চোখের তারায় ডুবে গেছি
লোক আমায় পাগল বলে, বলুক
আমি তো তোমার মাঝেই থমকে গেছি।
স্বপ্ন সারথি সেই চোখের রুপকথায়
আমি উল্টেছি পৃষ্ঠা জানতে আরেকটু গভীরতা
কি করে বলবে হৃদয় কেনই বা ভালোবাসে
কেন তোমাতে ঘিরেই আমার এত ব্যস্ততা।।
প্রস্তুতি নিয়ে ভালোবাসা যায় না
ভালোবাসা নিদারুণ হঠাৎ সন্ধ্যে মতন চোখাচোখি
আজ সেই অস্পষ্ট প্রতিবিম্বের সাথে বর্ষা কেটে যায়
তোমার মনে কি চলে আর তাপ দাহ বৈশাখী।
অগ্নি মুখের যত জ্বালা আমাকে ভাবতেই এত
বন্ধু-মজলিসের চর্চায় সেই আমিই প্রধান খোরাক
আমার স্বেচ্ছায় যা জানার তাই জেনেছ
সবজান্তা হওয়ার ব্যর্থতার চেয়ে ব্যাপারটা তুলা থাক।।
প্রেমিক তো, না হয় মেনে নিলাম ভুল ত্রুটি
পরিবৃত্তে ঘুরপাক খায় সময়ের কাটা
চাইলে রাঙাতে পারো মনের মাধুর্য দিয়ে
রঙিন খোয়াবে আমি এখনো যে সাদামাটা।।



: রনি পারভেজ (#JD)
১৬-১০-২০২১