হুম, দিন ফুরোলো রাত গড়ালো
অতীত কেবলই যেন এক শব্দ..
জ্যান্ত এ মনে আজ অপ্রয়োজনে
অনুভূতিরা হয়েছে বড্ড অবাধ্য।
পায়ে পায়ের সঙ্গী কথার ফিরিঙ্গি
দু'কদম চলা হয়নি যুগের রাস্তায়;
ছোঁয়া হয়নি ঠোঁট নিয়ে গভীর চোট
একাকিত্ম জ্বলেছে আহত বুকটায়।
তবু কথার তীরে লোকেদের ভীড়ে
যত্নের হাতও হাততালি দিয়েছে বসে,
আমি পুড়ে খাঁক আত্মাও হতবাক
অপরাধী হলাম কিনা প্রনয়ের দোষে।
তাহলে শেষমেশ প্রস্থান নেয়াই বেশ
মায়া কান্নায় ভিজবে কবরের দেয়াল;
খারাপ-ভাল সে থাক ভাষারা নির্বাক
অবহেলার নামে যদি রাখতে খেয়াল!
হলোনা তো আর বাড়িয়ে ইন্তেজার
প্রাপ্তিতে বেদনা ছিলো সুদ্ধ প্রেমিকের;
এক গাঙচিল ছাড়ালো আকাশ নীল
কি আর ব্যাখ্যা করি শব্দ অতীতের?


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১০-০১-২০২৪ (বিকেলে)