অসারতা পেয়ে বসলো অকস্মাৎ
ঝিম ধরে আসা মাথাটা নিয়ে পড়ে রইলাম ঘাসের উপর ;
নিকষ রাত্রে জমে আছে শিশির কণা ঘাসে-
তার শীতল স্পর্শে গায়ে কাটা দিয়ে উঠলো অতঃপর!
নেহাত মরে যায়নি হিম ঘরে থাকা লাশের মত,
নচেৎ কি দেখতাম তারা ঝরে পড়ল দূর আকাশে!
ঠোটের কোনে একরত্তি বিষাদ হাসি নিয়ে
বুক ভরে নিশ্বাস নিই ক্লান্তি ভরা শীতল বাতাসে।
যেন কেউ নেই, উপরে আকাশ নিচে বেনামি জমি
দুইয়ের মাঝে বিধ্বস্ত বেওয়ারিশ প্রাণটাই যা,
যত্নের ভালোবাসা অযত্নেই বেরসিক খুব
তিলোত্তমা পথ চেয়ে বসে তবু এগোইনি পা।
সমাজ সামাজিকতার জটিল নিয়ম অনিয়মে
সাধ্বী মুখ ম্লান হবে কেনো, সম্পর্ক চুকে যাক,
তারপরও অধিকারে বলে দিলে আমার মানুষ
খাঁচায় বন্দী হাহুতাশ ছেড়ে বরং মুক্তি পাক।
ভালোবেসে এক জনমে বুকে নাই বা রাখলাম
ফিরে তো আসা হবে না এথা, চেয়ে নিব পরপার
আমার আমিই আজকে কত তাচ্ছিল্যের সুরে
আঙুল নাড়িয়ে শাসায় খবরদার!!