সেদিন নিশুতিতে বিভ্রান্তিতে
কেটে গেছে সময় অবিরত,
তারাদের দল ভারী বিহ্বল
চেয়ে দেখি পাগলের মতো।
এ জীবন চায় সরল রেখায়
গন্তব্যে হেঁটে চলুক বরাবর,
নিজের শুদ্ধি দেমাগে বুদ্ধি
খুঁড়ি বুকের জমিতে কবর।
গভীর শ্বাস ক্ষণিকের বিশ্বাস
হুমড়ি খেয়ে পড়লে গিরিখাতে,
তখনি তো শেষ পাখি নিরুদ্দেশ
কে কার, কি এসে যায় তাতে!
শুধু করে তর্ক নিরেট সম্পর্ক
কবরে লাশ জ্যান্ত ভালোবাসা,
থাকুক অপ্রকাশ হৃদয়ের ত্রাস
জমাট বরফের সাগরে ভাসা।
হাসিমুখে চাঁদ করে তো বরবাদ
রূপোর আলোতে রাজ্য গোটাই,
সেদিন নিশুতিতে বিভ্রান্তিতে
নির্ঘুমা থেকে দেখিনি স্বপ্নটাই।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২১-০৯-২০২৩ (রাত্রিতে)