আমার গোলাপের বাগান নেই
আর এমনিতেও লাল রঙ অপছন্দ করি,
তুমি ফুল পছন্দ করো তা অজানা নয় প্রকৃতির
এজন্যই ফুটায় কত অনাদরের ফুল সর্বোপরি।


সেদিন লজ্জাপতির গাছে ফুল দেখেছিলাম
গোলাপের মত সেও তীক্ষ কাঁটায় সুসজ্জিত,
একটু ছুঁতেই পাতা সব গুটিয়ে গেলো নিমিষে
তা দেখে হেসে উঠি, স্বস্তিতে বুক হয় প্রকম্পিত।


ঝিলের পাড়ে কচুরিতেও ফুল ফুটেছে
অবাক দৃষ্টিতে কিছুদূর গিয়ে দেখি শর্ষের ক্ষেত;
সে কি ঝাঁঝ! আসলো লাগাতার হাঁচির পরে হাঁচি
হলুদ সাদা ফুলে মৌমাছি ঘুরে, করেনা ব্যবচ্ছেদ।


না, কোনো ফুল ছিঁড়ে হাতে নিইনি
গায়ের পরাগের আলতো ছুঁয়াতেই সুস্নিগ্ধ অনুভব।
তুলনা দিলে তোমার গালের মতই মখমলে কোমল
আর বিকেল গড়িয়ে সন্ধ্যার গানে পাখির কলরব।


তুমি কৃত্রিম বাহারে আনন্দ নাও
আমি আনন্দ পাই দুর্বাঘাসে লুটিয়ে গড়াগড়ি খেতে,
মাটির সুবাস নিঃশ্বাসে নিলে তোমার চুলের গন্ধ পাই
এসবের কি ব্যাখ্যা হবে বলো আমার পাগলামিতে?


পাগলের কাছে জীবন্ত ফুল তুমিই
হও-না বেরঙা যেমন তেমন আমি যত্নই নেব।
ছিঁড়ে এনে শুটকি করে ডাইরিতে লুকাতে নয়
ধুতরাফুল হলেও বুকের জমিতে জায়গা দেব।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২৭-১২-২০২৩ (সকালে)