এ শহরে বইছে বারুদের গন্ধ
জমেছে কংক্রিটের ধ্বংসাবশেষ মস্ত;
রক্ত শুকিয়ে হলো আলকাতরা আজ
একে একে ফুল ঝরছেই বাগানের সমস্ত।
মালির দেহটা লাপাত্তা শুঁকুনের চোখে
মুনকার-নাকির খোঁজে কবর কোথায়?
বিকারগস্ত মানুষ নেহাত তামাশার নামে
লাশের সিঁড়ি বেয়ে বেয়ে আকাশ ছুঁতে চায়!


লাল রঙ আমি ঘৃণা করি রক্ত বলেই
ত্বকের বর্ণ দিলে শিরা ধমনীতে বেশ হতো!
রঙের দাগেই দাগী আসামি দা ভিঞ্চি নিজে
ছবির হাসি গুরুত্ব খুঁজে, কোনো জীবন না তো!
কচিকাঁচা প্রাণ কেঁপে কেঁপে উঠে-
মুখ থুবড়ে লুটিয়ে পড়ে গিয়ে মৃত মায়ের স্তনে,
পেটের খুদায় দেখেনা কেউ কাতর চোখ দু'টো
নতুন দিনের বন্দনা চলছে তবু গোটা ভুবনে!!


আমিও অমানুষ ফিলিস্তিনির মত
মানুষেরা আসো বাজি ফুটিয়ে আমাকে মারতে!


কলমেঃ রনি পারভেজ (JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ৩১/১২/২০২৩ (রাতে)