এতো পেরেশানি কিসের?
বলেছি তো, ঠেলবো না আমি মানুষের ভীড়।
শুক্রাণুর দৌড়ে একবার জিতে জীবন পেয়েছিলাম
এক জীবনের পুরষ্কারই ভেঙে ভেঙে চৌচির!
ভাঙা মানুষেরা হয় অযোগ্য অশোভন-
শেকড় কাঁটা গাছের যেমন ঝরে যায় পাতা;
শুষ্ক ডালে ফুল ফোটে না মোজেজা ছাড়া
আর তো ফলের আশা- শুধু শুধু অগত্যা।
এতো পেরেশানি কিসের হুম?
আরশের মালিক ফয়সালা করুক না হয়,
আমি কোনো খেলার প্রতিযোগি নই
অর্জন করতে চেয়েছি, জিততে তো নয়!
তোমাকে কেউ এসে জিতে নিয়ে যাবে যাক
প্রতিযোগিতার আয়োজনে আমি হব দর্শক,
প্রাসাদের রাণী হতে সবাই তো চায়
কুঁড়েঘরের রাণী হবার কার থাকে সখ?
আমার প্রেম বনেদি নয়
হাটে বাজারে কিনতে পাওয়া যায় না গোলাপের মত।
মরে গেলে কবরের বুকে জন্মাবে
সময় পেলে খুঁজতে যেও, ফুল ফুটে থাকবে কত।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২১-০১-২০২৪ (রাত তিনটা)