কে যেন দুদুল মনের উৎকণ্ঠা গোপন করে
চোখে হারায় তার ভয়ের মেঘ সিঁদুর রাঙা,
ভালোবাসে জানায় না, চায়ও না অধিকার
আড়চোখে দেখেই শান্তি- উচ্ছ্বাস বাঁধভাঙা।
বহুপক্ষীয় দায়িত্ব পেয়ে জাগে অপরাধবোধ
পারে না ধরতে আর না ছাড়তে মনের দাবি।
দোষারোপে ভাগ্য, বড় যে পরিবারের সম্মান
অনিচ্ছা সত্যে তুলে দিয়ে অপরিচিতে পৃথিবী।
কার কপালের টিপ কার হয়ে গেল নির্নিমেষ
পরা হয় না শখের কাজল মায়াভরা দু'চোখে,
বসন্তের রঙ যত ধুঁয়ে গেছে স্বেচ্ছায়, অতঃপর
ধেয়ে এসে ভেঙেছে স্বপ্নের ঘর কাল বৈশাখে।
তারপরও নাদানি সত্তার চাই অতীতের খোঁজ
মিথ্যে হলেও বুকের গহীনে পুলক সঞ্চার হোক,
অমানিশা না ছোঁক তাকে এ দীর্ঘায়ুর প্রার্থনায়
পরের ঘরণী এতটুকুই পারবে জড়িয়ে দুর্ভোগ।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১৪-০৩-ড র(দুপুরে)