বাঙাল তথা গালি ছিল সেই জমিদারের কালে
কাঙাল আজি মুখরোচক সদা লোক-সমাদৃত;
চেতনার পুঁজি তসবি গোনায়; গিলতে অমৃত
দলে দলে জয়গান কর্তৃত্ববাদে- দশা বেহালে!
জাদুর ছড়ি ঘুরছে, তব পেড়িয়েছে যুগ তিন
নমঃ নমঃ অভ্যাসে যার মাতে বটের বন্দনায়;
চারা বটের খায়েশ মিছে জন্মে বিরাট ছায়ায়
পদের জমিন নামকাওয়াস্তে দেখে দুরবিন!


যারে দিলে সখা খ্যাতি জড়িয়ে ধরে বুক পিঞ্জরে
তাচ্ছিল্যে হাসিমুখ তার না-তো সম্মুখে দৃশ্যমান।
জমিদারি উঠেছে গাঁটছড়া বেঁধে তালুকদারে
বাঙাল-কাঙাল-জঞ্জাল পরিচয়ে আহা সম্মান!
বেঁচে দিয়ে স্বত্বা, স্বকীয় আত্মা- উল্লাস উন্নতির
হায় জাগরণ কোথা আমরণ এই নাকি বীর!


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২৫/১১/২০২৩ (বিকেলে)