কলম দিয়ে সাজানো নক্ষত্র সব ভাবনার আকাশে;
অত জ্বলজ্বলে নয় তবু চোখে লাগে অন্য কারণে।
তারার পাশে এক চেহারা হাসে জ্যোতিষ উন্মাদনায়
চেয়ে চেয়ে দেখি লাল আলতা মাখা চাঁদের গড়নে।


রেগে গেলে তো জ্বলে ওঠে, আহা কি চোখ রাঙানি
রুপোর আঁচলে নীল ঢেকে রাখে স্বত্বাধিকারে তার।
আমার কঠোরতায় চোখে তার বর্ষা নামে অনবরত
সহজ হলে পরে বুকে লুটায় হাসতে হাসতে দুর্বার।


সে রাজি নারাজির জোয়ার ভাটায় মেলায় পায়ে পা
কখনো খুনসুটিতে বেজায় থাকে গরম চায়ের সাথে;
কখনো আবার অগ্নিমূর্তি রাগে খাক সে জ্বলেপুড়ে
ঐ আগুনে পুড়ালে অনুভব কিছু এসে যায় না তাতে!

খুব আদরে আগলে নিলে, দেখানো হয় ভালো মানুষি
তাই সখের চুড়ি ভাঙতে গিয়ে নিজের হাত কেটে নেয়,
চুপ করে যাই বোবাকান্নায়, বাড়ে হৃদয়ের রক্তক্ষরণ
তারপরও সে নিষ্ঠুরভাবে আমাকে না যত্ন নিতে দেয়।


চলে যাই কোথাও একা একা, অজানা গন্তব্য দূরের
অমাবস্যায় ছেয়ে যায় আকাশ নামে শুধুই অন্ধকার,
জানলার গ্রীলে হাত রেখে পরে পথ চেয়ে চেয়ে থাকে
উদাসীন মনে সংকল্প করে এমন করবে না সে আর।


ভালোবাসা কি আমার একার দায়িত্ব প্রেমিক হয়ে
কখনো তো প্রেমিকার রূপে অনুভূতির খবর রাখুক,
আমিও মানুষ, পুরুষ বলেই বুঝি কষ্ট পাওয়া মানা-
দুনিয়া তো মাথা খেয়ে সার, তুমি ক্ষত করছো বুক।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০৫/১২/২০২৩ (বিকেলে)