আমি আজীবন প্রথা বিরুদ্ধ লোক-
আমাকে গোগ্রাসে গেলাতে পারবা না সামাজিক বড়ি।
তোমাদের অবক্ষয়ের সমাজে সামাজিকতার খাতিরে
মানুষ আজ অমানুষ হয়ে, করে নিজের ঘরে নিজে চুরি।


আমার দায়বদ্ধতা নেই; অসামাজিক তো-
ওসব মিটিং মিছিলে পাবে না করতে ফুলের দুর্নাম।
তোমাদের পবিত্রতা গোসল সেরেছে শরাবের গ্লাসে
বাসর ঘরের নিত্যনতুন রূপ; আঙুল উঁচানো চুনকাম।


জনমানুষ গন হলো প্রজায় নাগরিক
তবে তন্ত্রের নামে মন্ত্র মুখস্থ কালসাপেরও আজকাল!
চেতনার মাদুলি হাতের কব্জিতে তসবি বলে চালাও
বেশুমার মত ভড়কে যাই তাতে, খুঁজি আসল চণ্ডাল।


বলি সাধু! সাধু!! নমঃ নমঃ চাটুয্যে
দাসত্ব প্রদীপের আলোর তলে খাবি খায় জমিদারি;
লেবাসে সাজে কিংবদন্তি সম্মুখে চুরুট টানে না তব
অপদস্ত হেয় করে মোল্লা কুতুব টেনেহিঁচড়ে দাড়ি!


ধারের শব্দে গরল মিশিয়ে এইবাদ সেইবাদ
'চির উন্নত মম শির' চিঁড়ে চিঁড়ে উন্নতির চিড়িয়াখানা!
৭১’এ জন্ম নিলো যে তার এক পা কবরে গেলেও
প্রহসনের প্রস্রবণে মন্ত্রমুগ্ধ হলো যতসব সংস্কৃতি মনা।


কি ছিলো দেয়ার আর কি হাতে পাই
আমি কে- তুমি কে-? হিসেবে শুভঙ্করের ফাঁক!
গোল্লায় গেছে না রসাতলেই তা ওপরওয়ালা জানে
আওয়াজ করো না শোনো বসে শেয়ালের হাঁক।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ৩০-১২-২০২৩ (সকালে)