তোমার সাথে আমার প্রথম যেবার দেখা-
বিজলী চমকাচ্ছিলো, সে-কি ঝুম বৃষ্টির রাত!
ভেজা বাতাস শিহরণ দিতেই চেতন ফিরলো
ভাবনায় এসে তুমি মনোযোগ কেড়েছিলে হঠাৎ।


চোখ দু'টো তোমাকে স্পষ্ট দেখেছিলো
দেখেছিলো চিবুকের তিলে রাজ্যের সর্বনাশ।
হয়ে ছিলে আবছায়া মতন কোনো মরিচীকা
ছুঁতে পারিনি করে করে ফেলেছি দীর্ঘশ্বাস।


কলমের নিব ভড়কে লিখলো কবিতা শুরুর
'তিলোত্তমা' নামের দিলো সেই রাজর্ষী ক্ষমতা!
যে এখতিয়ারে বুকের জমির দখল নেয়া যায়
পেচানো যায় অবচেতন মনকে হয়ে স্বর্ণলতা।


দশক পেরোল ভালোবাসার অনুভব নিয়ে
এখনো হৃদয় অপেক্ষায় থাকে রোজ রোজ,
কত পূর্নিমা কত অমাবস্যা গত হয়ে গেলো
তৃষ্ণার চোখ আর পেলো না তোমার খোঁজ।


বুঝেছি তুমি যাতনা-ই দিবে
ভালোবাসার অপরাধে সাজা দিবে সোল্লাসে,
বলি এ কারাগারে আমি আজীবন থাকতে চাই
দু'হাত আঁচলে বেঁধে নিয়ে যাও মুচকি হেসে।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২৬-১২-২০২৩ (সকালে)