অপেক্ষা করি; সরোবর হয়ে সমুদ্র খুঁজতে
কবেই বা কার যাত্রাপথ মসৃণ ছিল বলো?
দিনশেষে নিরবচ্ছিন্ন যাতনা বুকে গুঁজতে
ইরাদা হলে ভাগবাটোয়ারার এস সঙ্গে চলো।
কম বেশি সে হয় হোক আপত্তি নেই তাতে
বিবরণী টেনে না মিলালেও হবে অংক জীবনের।
যুদ্ধাহত বিধ্বস্ত দেখলে দিও কোল পেতে
এসে বুকের ব্যাংকে জমা রেখ অশ্রু লোচনের।
সহসাই এ-শহরে মিলবে না সুখ হয়ে দলছুট
যে যার কষ্ট নিয়ে সাজাবো তারার মেলা।
ধোঁয়া উঠা চা তোমার, আমার ভেজানো বিস্কুট
জাগরণীরা গাইবে না গান আর রাতের বেলা।
দু'জনের কায়া লুটাবে গিয়ে নিশীথ অন্ধকারে
আঙুল ছোঁয়া দূরত্বে শুনবো দু'হৃদয়ের ডাক,
না চাইলে এস না, রেখে বিপরীতে স্বত্বাটারে
ঠিকানা সমুদ্রের তাই যাত্রাতে জীবনের বাঁক!


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০৬/০৮/২০২৩ (ভোরে)