নিখুঁত কবেই বা কি ছিলো-
কমতি থাকে; কমতি থেকেছে - থাকবেও!
পূর্ণতা আসে দু'আত্মার সন্ধিতে কেবল
অপূর্ণ ছিলো মানব স্বত্বা আদিমানুষ যে সেও।
কমতিতে হতে তো পারে অনেক কিছুই
চোখ-কান-হাত-পা, কুৎসিত গায়ের গড়ন;
কমতির নাম যদি দোষ হয় স্বভাবের বসে
সেই কমতি নিয়ে করলে গর্ব, হয় না সোহাগে বরণ।
কথার মায়ায়, কথার রূপে আটকে কি হয়-
যদি কথার মানুষ চোখের বিষ হলো দোষ ধরতেই?
ভালো মন্দ বুঝালো যে এসে শুধরে দিতে
তারে অপরিচিত ভেবে জবাব দিলে অসম্মানেই।
ভুলের উপর স্থির থেকে যার সময়ের দোহাই-
সময় হলে ঠিক হয়ে যাবে; যেন সময়ের দায়!
কথা চিবিয়ে হেন করার প্রবণতা প্রবলতর
গোনায় ধরলে অপরিচিতের ব্যাখ্যা হবে অন্যায়।
অসম্মান পেতে কেউ আসে না
থাকে না কেউ গুরুত্বহীন ভাবে দিনের পর দিন,
স্বসম্মানে প্রস্থান নেয় ব্যক্তিত্বের জোড়ে
কালো রে সে কালোই চেনে বলেনা ধবধবে রঙিন।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১৯/১০/২০২৩ (রাত্রে)