মেঘ মখমলে ঘুমিয়ে পড়েছি
জেগে ওঠেছি পরে সূর্যের কোলে।
আকাশ জুড়ে ছেয়েছে নীল বিষন্নতা
সময়ের খেয়াল, সেটা গেছি ভুলে।


আমি অগোছালো খুব বেশুমার মত
ছড়িয়ে ছিটিয়ে পড়া বকুলের ফুল।
যত্নের হাতে কুড়িয়ে কে গাঁথবে মালা-
হতে ঘ্রাণ শুঁকে মাতোয়ারা হুলুস্থুল?


কি এক মোহ পুষি জড়িয়ে থাকার
আঁচলে আঁচলে ঢেকে অনুভব;
পাগলের বুকে আজো যার শুন্যতা
পূর্ণতার চাঁদ আমার 'তিলোত্তমা' সে সব।


প্রহর সাজাই যদিওবা অনিশ্চিত
ভাবনাতে ছুঁই গিয়ে তার তিলের চিবুক।
জাগরণীদের স্রোত জোনাকির দল
ওরাও জানে হাল হৃদয়ের করে ধুকপুক।


বিধাতা আমার তা বাঁচিয়ে রাখুক
ধৈর্যের নাম শেষে অপেক্ষাই হোক।
আমি কালি হবো কাজলের স্থানে
চুমুর পড়তে জুড়ে থাকবো দু'চোখ।


এসে দাবি করুক, "আমার আকাশ!"
গোধূলির রঙ যত আছে মাখাক এসে;
দাবি করুক আত্মা হওয়ার দেহটায়
নিজেকে সমর্পণ করতে রাজি ভালোবেসে।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২০/১১/২০২৩ (দুপুরে)