সে আসবে বলে ভাবনায়
আমি দোল দিয়ে যাই দোলনায়,
দুলতে দুলতে রোজ পেরোয় ক্ষণ
অধীর আগ্রহ থাকে অপেক্ষায় মন....!
তার বুঝি হয়না সময় ইশারার
নিজের ভেতরে করে দেন-দরবার,
জগৎ-সংসার, মোহ মায়া কত কি হায়
হয়তো সে এক পা এগিয়ে দুই পা পিছায়।
প্রাচুর্যের সুখ কেনা টাকার বলে
পাহাড়ের প্রেম জমে বরফে গলে,
কতকালে ঝর্ণা হলো কত পথ পাড়ি
পাহাড় না আর আগালো মেনে মজবুরি।
কি আর হবে শেষে মরবে প্রেমিক
বাতাস বইবে সুগন্ধি ছড়াবে চতুর্দিক,
ফাগুন হলে বসন্ত সই বা শ্রাবণের শরত
হাসিমুখ তার সুখে উজালা হোক চায় পর্বত।
তবু কাছে আসবো না সাগরের
প্রলয়ের কাজল নোনাজলে ফের,
কাঁদলে যে সুনামি হবে ভেসে যাবে শহর
সান্ত্বনা চাইলে ভূকম্প এলে কি হবে তারপর?


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০৩/১০/২০২৩ (দুপুরে)