স্রষ্টার লীলা এত, বুঝা বড় দায়
সত্য দিশারি হয়েও যেন করে নিরুপায়;
নসীব দিলো হৃদয় দিলো স্বযত্ন মত
এ দুইয়ের হিসেব মেলাতে বেড়েছে ক্ষত।
হৃদয়ের কোঠরে বসতি যার হামেশাই
কে জানে সে নসীব জুড়ে আছে কি নাই;
ভ্রান্ত মানুষ প্রশ্ন করি উদ্ভট, স্রষ্টা নিশ্চুপ-
এত আমি বেসামাল জমে অনুভূতির স্তুপ।
মারমুখী হয়ে আছে সব বাস্তবতা দুর্বার
কি যে স্থিতি স্রোতের বিপরীতে সাঁতার!
তারপরও আশা রাখি সময়ের কসম-
নিশ্চিত জানা নেই সারবে কি জখম।
খুঁজে চলি আত্মা টপকে নসীবের দেয়াল
নসীব সে ভাড়ি পরে করে নাজেহাল।
চেষ্টার পরে চেষ্টা নিয়ে ধৈর্যের পুজি
উর্ধ্বাকাশে চেয়ে চেয়ে আত্মা খুঁজি।


সে আমার আত্মা 💙


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ৩১/০৩/২০২৩