বৃষ্টি বলেছিল কত কথা নিভৃতে
বেখেয়াল জীবনে বলো আর কি দেখা হবে;
রঙের মহল সাথে যত কোলাহল
এই যেমনটা দেখো ঠিক তেমনই কি রবে?
অবস্থান বদলায় প্রকৃতির রূপ
আজকের গ্রাম হলে শহর কোনোদিন,
সময়ের তোড়ে ইচ্ছার জোরে
শুধু অনুভব মুছতে চাওয়া অর্থহীন।
পরিবর্তন হয় হবেও পালাক্রমে
তাই বলে সব নয় স্বেচ্ছায় ঘষামাজার,
অবিনশ্বর আছে জেনো নিজের কাছে
একটু অনুক্ষণে খুঁজে পাবে হাজারে হাজার।
সবই বুঝি ব্যাখ্যার হয়, বলা কথা অকপটে?
কিছু পরম যত্নে বেঁচে আছে পেয়ে গুপ্ত কুঠির,
রেখেছে গোপন অবচেতন মন
পৃথিবীর হাহুতাশ কেনো বুঝলোনা বিড়বিড়।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০২-০৭-২০২২ (রাত্রে)