দাঁড়ায়ে মোর আখির নীড়ে, করছো তব শাসন
মম সত্তায় পরিণত প্রেমে অধিকারের হাঁক!
রুষ্ট মনা পুষ্ট অধরে মানিনী সাজতে যখন;
আড়চোখের সে রোশনাই যেন শূলের মৌচাক!
বিঁধিত করে বুকের বামে ছন্দপতনের ছলে
ইতিউতি তার লঙ্কাকাণ্ড, আমি হই দিশেহারা।
তাচ্ছিল্যের সুরে অবহেলা, অপবাদের ছোবলে
পদচ্যুত করতে ঢাকঢোলে ভীষণ পায়তারা।


এদিকে স্বেচ্ছায় অবসর বলে সোজা পথে যায়-
এহেন কাণ্ডে মাথায় হাত, এ কি করতে কি হলো!
নিজের শ্বৈর্যে পদত্যাগ, ফেলা গেলো না তো লজ্জায়
অবকাশে সাবিত্রী ভাবে, হয় ক্লান্তিতে এলোমেলো।
সম্মানে আঘাত বড় অন্যায় সে হোক নারী-নর
সংশোধন চিত্তে ডেকো আপন, ফিরবো অতঃপর।



কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২০/০৭/২০২৩ (দুপুরে)