আচমকাই চোখ দু'টো লেগে গিয়েছিল
নিদ্রার দুনিয়ায় ঢলে পড়েছিল শরীর,
ঘড়ির কাঁটায় হবে হয়তো শেষের প্রহর
শুনি কানে মিঠে সুর ডাকছে বিরবির।
এপাশ ঘুরে ওপাশ ফিরি দেখি কল্পনা
ঘন নিঃশ্বাসে কপালে ঘাম দিয়ে আসে,
হ-য-ব-র-ল খণ্ডচিত্র বিদগ্ধ দৃশ্যপটে
বেলীফুলের ঘ্রাণ পাই ভেজা বাতাসে।
মন্থর বিবেক ছায়ার পিছু ছুটতে চায়
গতিশূন্য খালি পায়ে চেয়ে চেয়ে দেখি,
কে এই স্বত্বা আমায় বেচেইনে রাখে
কেনোই আসে দিতে লুকোচুরি ফাঁকি।
শেষে বসে পরি বিছানায় নিয়ে অন্ধকার
দোরখুলে হাঁটি দেখি রাতের আকাশ,
মেঘের ফাঁকে ঝলমলে তারার মেলা
ঝিঁঝিঁর চিৎকারে মাতোয়ারা আশপাশ।
পায়চারি চলে বিভোর ভাবনার গভীরে
ছটফট করতেই থাকে হৃদয়টা আমার,
কে সে; কে সে এক প্রশ্নে হই জর্জরিত
দীঘলকেশে সুভাস ছিল বেলীর মালার।
ধরতে আঁচল পালিয়ে গেছে ছায়া মানবী
দেখি নাই মুখাবয়ব তার পেত্নী না পরি,
শূণ্য শূণ্য অনুভব নিয়ে ফিরি বিছানায়
চোখের সাথে চালাই ঘুমানোর বাহাদুরি।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২৫/০৮/২০২৩ ( সকালে)