তুমি আমার পাশে নাই;
ফাঁকা জায়গাটা দেখলে, বুকের ভিতরে খোকলা লাগে!
এমন শূন্যতায় উত্তরি বাতাসও জানি কেমন-
বারবার তুমি যে নাই মনে করাই দেয়।
তুমি যেদিন আসবা, কড়ায়গণ্ডায় হিসাব দিমু
নিঝুম রাইতে শীতে গুনছি একলা প্রহর।
এক চাদর মুড়িয়ে কোল জুড়ে ঘুমামু
তখন কিন্তু বিরক্ত হইবার পারবা না।
তুমি নাই; না থাকাটা উপভোগ করি, জানো?
কত অযত্ন অবহেলা করি যদি জানতা একবার!
একযুগ পরে মুক্তি পাওয়া কয়েদির মতো
আলোতে কুঠুরির অন্ধকারের জন্যে মায়া জন্মায়-
আমারও জন্মাইছে এই একলা জীবনে শূন্যের মায়া
তুমি আসলেই তো গোটা বুকের দখল নিবা-
শূন্যের কি হইবো?


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১৭-০১-২০২৪ (সকালে)