খুব অল্পতে না হোক
ইচ্ছে যত তেমন মত করলে অভিমান
সাগর পাড়ে তৃষ্ণা পুষি বিবাগী চাতক
আজ বজ্র হয়ে ফেটে পরুক চৈত্রী  আসমান।


আমি ভিজতে চাই
মুছতে চাই ছলো চোখ যত্নে পরম
রাগিণী হয়ে রাগ ঢেলে দিও সবটাই
বুকের জমিতে কিল-ঘুষি দিও দুহাতে নরম।


চৌচির দশার বাস্তবে
শাড়ির পাড় গুছিয়ে লাফিও কাঁদা করতে
নিশ্চুপ রাগিণীর রাগ হোক স্ব শব্দ তবে
আমি অপলক চেয়েই থাকবো দুচোখ ভরতে।


একা ছাড়তে নারাজি বেশ
চোখের পাতার কাজল হই যেকোনো স্থিতিতে
জাগরণে তো আছিই, আছি গেলে ঘুমের দেশ
মিলেমিশে সেই একই স্বত্বা বিধাতার বিধিতে।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়ঃ ১৪/১১/২০২২ ( দুপুরে )