প্রয়োজন ব্যক্তি থেকে ব্যক্তি এক নয়
ভালোবাসাটাও একরকম প্রয়োজনের নাম।
কারোর অনেক লাগে আবার কারো অল্পতে পোষে
অনেকেই আবার শুন্য হয়ে দেখে আকাশ তামাম।
ভালোবাসাটা পানির মতো দুনিয়া জুড়ে
তেষ্টার এক ঢোক গিলেছে বেদুইন সাহারার,
সৌখিন প্রেমিরা হয়তো খুঁজে ডাবের পানি-
পরিমানে খুব নগন্যই ক্ষণিকের কারবার।
তুমি তোমার ভালোবাসাকে ঝর্ণা ভাবছো
পাথরের গা বেয়ে কি-না ফিন ফিন ঝরে!
পরে তো চঞ্চলা নদী হও, ভেঙে যাও পাড়
উঠতি আবেগের বন্যায় ভাসাও সব গর্ব করে।
বলি কখনো গিয়ে সমুদ্রের গর্জন শুনো
কখনো দেখো নীলাভ বরফ জমে আছে শতাব্দীর,
মৌসুমের প্রেমিরা ওসব ব্যাখ্যা করবে না
জিগ্যেস করলেই প্রত্যুত্তরে করবে বিরবির।
যদি পরিমানের আসক্তি থাকে তবে সমুদ্র দিব
পুরুত্বের দাবি করলে গোটা আর্কটিক অঞ্চল,
নোনাপানি গেলার নয় আর না শীতল বরফ
পরে আবার আশাহত হয়ে হইও না বিহ্বল।
ভালোবাসাও ব্যক্তি থেকে ব্যক্তি এক নয়
তোমার ঝর্ণা আমার সমুদ্রে কাছে কিছুই না,
আমি তিলে তিলে বরফ হবো; তুমি মরুভূমি
যদিও হয় চোখাচোখি সে তো মেঘের ঠিকানা।
নীল ছুঁতেই কালো হয়ে আসে.....
ঝরে কান্নার বৃষ্টি বিরাণ শোকের।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২৬-০১-২০২৪ (সন্ধ্যায়)