আমি তো সহজ হতে চাই;
এতই সহজ যাতে তুমি আয়না ভাবো,
সাজগোজের বালাই ছেড়ে ভেংচিতে মুখটাই
আমি নিশ্চুপে ঐ ঢংয়ের সময় টিপ হয়ে যাবো।
আনমনা ভাবনায় জড়াবো হয়ে স্বর্ণ লতা
'ভাল লাগেনা' অসুখের ওষুধ হবো খুনসুটিতে,
মন খারাপের দিনে নাহয় ভুলে ব্যস্ততা
কিল-ঘুষি খাওয়ার বালিশ হলাম দুষ্টুমিতে।
হ্যাঁ, খুব সহজ হতে চাই;
নির্দ্বিধায় এসে গায়ে মুছবে হাতে লাগা রান্নার কালি,
হাজারটা বারণ তবে শুনতেই হবে আইন নাই
মুখে পুড়ে নিও সখের ফুসকা একসাথে এক হালি।
হরেকরকম আর্জিতে মর্জি করো বাচ্চামিতে
জেদের ভাত শেষে দিব আমিই মুখে তুলে,
আমি রেগে গেলে রেখে দিও ফ্রিজের শীতে
জুবুথুবু হয়ে পাশেই শুইয়ো অভিমান ভুলে।
যত সহজ হওয়ার হবোই ততো
শুধু চঞ্চলা থেকো মুখে নিয়ে খিলখিলে হাসি,
চুপ হইয়ো-না, আমার নিরবতা পছন্দ না তো
মহাকাল সাক্ষী আমি তোমার রাগটারেও ভালোবাসি।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১১/১০/২০২৩ (দুপুরে)